জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের ইতিহাসের অবিস্মরণীয় ব্যক্তিত্ব, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। শেখ মুজিবুর রহমান কেবল একজন ব্যক্তির নাম নয়। তিনি হলেন এক অনন্য সাধারণ ব্যতিক্রমী ইতিহাস। সমাজ, দেশ ও বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধু। বাঙালি জাতির অধিকার রক্ষায় তিনি নিজ জীবনকে উৎসর্গ করেছিলেন। ব্রিটিশ ভারত থেকে ভারত বিভাজন আন্দোলন, বাংলা ভাষার জন্য আন্দোলন এবং পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নেতৃত্ব দেন।
পাকিস্তানের জাতীয় সংসদে তিনি নিজেকে পূর্ববাংলার জনগণের স্বার্থে একজন নিবেদিতপ্রাণ কর্মি হিসেবে তুলে ধরেছিলেন। সংসদ ও রাজপথে জনগণের নেতা হিসেবে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন। তাঁর অদম্য সাহস, সীমাহীন নির্ভীকতা, অপরাজেয় বীরত্ব, গভীর দেশপ্রেম, তীক্ষ্ণ বাগ্মিতা, সম্মোহনী শক্তি এবং দেশ ও জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা বাঙালি জাতিকে গভীরভাবে জাতীয়তাবোধে অনুপ্রাণিত করেছিল। তিনি আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরবর্তীতে এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন। ৫৫ বছর জীবনের অধিকাংশ সময়ই তিনি কারাগার ও আন্দোলনে অতিবাহিত করেন। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) তিনি এক ঐতিহাসিক ভাষণ দেন। যা ৩০ অক্টোবর, ২০১৭ তারিখে ইউনেসকো কর্তৃক ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
Richard Smith
Lorem ipsum, dolor sit amet consectetur adipisicing elit. Eos ex repellat officiis neque. Veniam, rem nesciunt. Assumenda distinctio, autem error repellat eveniet ratione dolor facilis accusantium amet pariatur, non eius!
Laura Johnson
Lorem ipsum, dolor sit amet consectetur adipisicing elit. Eos ex repellat officiis neque. Veniam, rem nesciunt. Assumenda distinctio, autem error repellat eveniet ratione dolor facilis accusantium amet pariatur, non eius!
John Deo
Lorem ipsum, dolor sit amet consectetur adipisicing elit. Eos ex repellat officiis neque. Veniam, rem nesciunt. Assumenda distinctio, autem error repellat eveniet ratione dolor facilis accusantium amet pariatur, non eius!