প্রকাশকের কথা
রসুল সা.-এর যুগের সমাজ বিশ্ব মুসলিমের চিরন্তন আদর্শ সমাজ। এ সমাজ মুসলিমদের জন্য আলোকবর্তিকা স্বরূপ। বিশ্বের মুসলিমগণ যে দেশেই বাস করুন না কেন, তারা তাদের নিজেদের অবস্থান নির্ণয় করতে পারেন সহজেই। এই সমাজের প্রতিটি অঙ্গই বৈশিষ্ট্যপূর্ণ। এর সমাজব্যবস্থা, ব্যবসায়, অর্থনীতি, সাহিত্য ও সংস্কৃতি, যুদ্ধ ও শান্তি সবই পরবর্তী বংশধরদের জন্য অনুসরণীয় আদর্শ। সেজন্য মদিনার সমাজ ও শাসন ব্যবস্থাকে সঠিকভাবে জানা দরকার।
এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা বইটির দ্বিতীয় খন্ডের অনুবাদে হাত দিয়েছি। ড. আকরাম জিয়া আল উমরী একজন উচ্চ মর্যাদাসম্পন্ন ইসলামি গবেষক। এতে কোন সন্দেহ নেই যে, বর্তমানে ইসলামি শেষজ্ঞদের সামনে একটি গুরুত্বপূর্ণ কাজ হল ইসলামের ইতিহাস রচনা। এই জাতীয় পুস্তক শুধু জীবন বৃত্তান্তমূলক না হয়ে সমাজভিত্তিক হওয়াই বাঞ্ছনীয়। ইসলামের ইতিহাস লিখনে, প্রমাণপঞ্জী যাচাই, বাছাই ও বিশ্লেষণের ক্ষেত্রে যে গভীর মনোনিবেশ প্রয়োজন তার খুব কমই করা হয়েছে।
ড. উমরী এ বিষয়টির প্রতি খুবই গুরুত্ব দিয়েছেন এবং একারণেই তাঁর এই গ্রন্থখানি আদর্শ ইতিহাস হতে পেরেছে বলা যায়।
অনুবাদ কার্য একটি দূরূহ কাজ। আমি মনে করি কাজটি সফলতার সংগে সম্পন্ন করেছেন এম রুহুল আমিন, তিনি বইটি প্রাঞ্জল ও সাবলীল ভাষায় অনুবাদ করার প্রয়াস পেয়েছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট
Richard Smith
Lorem ipsum, dolor sit amet consectetur adipisicing elit. Eos ex repellat officiis neque. Veniam, rem nesciunt. Assumenda distinctio, autem error repellat eveniet ratione dolor facilis accusantium amet pariatur, non eius!
Laura Johnson
Lorem ipsum, dolor sit amet consectetur adipisicing elit. Eos ex repellat officiis neque. Veniam, rem nesciunt. Assumenda distinctio, autem error repellat eveniet ratione dolor facilis accusantium amet pariatur, non eius!
John Deo
Lorem ipsum, dolor sit amet consectetur adipisicing elit. Eos ex repellat officiis neque. Veniam, rem nesciunt. Assumenda distinctio, autem error repellat eveniet ratione dolor facilis accusantium amet pariatur, non eius!